সীমানা পুনর্নির্ধারণে পেশাদার ও নিরপেক্ষ থাকার দাবি সিইসির

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানিতে এ কথা বলেন তিনি। এদিন বেলা ১২টা থেকে শুরু হওয়া চার দিনের শুনানির প্রথম দিন ছিল কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন নিয়ে।
শুনানিতে সিইসি ছাড়াও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। আপত্তিকারী বা তাদের নিয়োজিত প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রথম দিনে দুই পক্ষের ১০ জন প্রতিনিধি শুনানিতে অংশ নেন।
শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভেতরে ও বাইরে মোতায়েন করা হয় পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্য।
ইসি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় আসন নিয়ে মোট ১,৭৬০টি দাবি ও আপত্তির আবেদন জমা পড়ে। এসব আবেদন ২৭ আগস্ট পর্যন্ত শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করে ইসি। খসড়ায় ভোটার সংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিন করার প্রস্তাব দেওয়া হয়, অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব রাখা হয়।
১২৮ বার পড়া হয়েছে