সর্বশেষ

জাতীয়

ইউটিউবে এআই অপব্যবহার নিয়ে সতর্ক করলেন সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনুষ্ঠানিকভাবে চালু করেছে সংস্থাটি। এই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভিডিও বার্তায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সিইসি বলেন, “ইদানীং একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে—এআইয়ের অপব্যবহার। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য ও অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস বা শেয়ার না করে আগে যাচাই করে নিন। যাচাই ছাড়া তথ্য বিশ্বাস করা কিংবা ছড়িয়ে দেওয়া বিপজ্জনক।”

নির্বাচনী তথ্যের বিশ্বস্ত উৎস হিসেবে ইউটিউব চ্যানেল
ইসির জনসংযোগ শাখা জানায়, নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত তথ্য জনগণের কাছে সহজ, নির্ভরযোগ্য ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। এই প্ল্যাটফর্মে থাকবে—ভোটার নিবন্ধন, নির্বাচনী সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।

সিইসি বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে—নারী, যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা। যাতে তারা সচেতনভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ নিতে পারে।”

তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জনগণের আস্থা ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অপরিহার্য। আমাদের প্রচেষ্টা থাকবে তথ্যাবলি যথাযথ ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার, যাতে মানুষ আরও আস্থাশীল হয়।”

অপতথ্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
ভিডিও বার্তায় সিইসি সবাইকে অপতথ্যের বিরুদ্ধে সচেতন হওয়ার এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই করি। বিভ্রান্তিকর প্রচারণা রোধে ইসি সচেষ্ট থাকবে এবং জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্য সব মাধ্যমে প্রচার জোরদার করবে।”

সিইসি জানান, ইউটিউব চ্যানেলের পাশাপাশি নির্বাচন কমিশনের ফেসবুক পেজ থেকেও নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন