সর্বশেষ

জাতীয়

ভিসা ছাড়াই বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া পারস্পরিক সফরের সুযোগ তৈরি হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর আওতায় বাংলাদেশি কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন এবং পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীদের জন্যও বাংলাদেশে আসার ক্ষেত্রে একই সুবিধা প্রযোজ্য হবে।

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ এর আগে এমন ভিসা অব্যাহতির চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন