আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের খবর পাওয়ার পর নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, "সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিনজন এবং ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট ও ধানমন্ডি থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, এর আগেও তুচ্ছ ঘটনার জেরে একাধিকবার এ দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে, যা জনসাধারণের ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
১১৭ বার পড়া হয়েছে