সর্বশেষ

শিক্ষা

যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫৮ হাজার শিক্ষক পদ শূন্যই রয়ে গেল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত এক লাখ ৪২টি শূন্য পদে সবগুলো পূরণ করা যায়নি।

যোগ্য প্রার্থী না থাকায় ৫৮ হাজার ৪১৫টি পদ শূন্যই থেকে গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ নিয়োগের ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায়, মোট আবেদনকারী ছিলেন ৫৭ হাজার ৮৪০ জন। তবে যাচাই-বাছাই শেষে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এনটিআরসিএ জানায়, বিজ্ঞপ্তিতে শুরুতে শূন্য পদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে ৭৮০টি পদের চাহিদা বাতিল হওয়ায় মোট শূন্য পদ দাঁড়ায় এক লাখ ৪২টি। কিন্তু আবেদন জমা পড়ে মাত্র অর্ধেকেরও কম। তাছাড়া অনেকেই নিবন্ধন সনদের শর্ত পূরণ না করায় বা সঠিকভাবে পছন্দক্রম না দেওয়ায় তারা বাদ পড়েছেন।

সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা চেয়েছি যত বেশি সম্ভব পদে নিয়োগ দিতে। তবে অনেক প্রার্থী নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন করেননি, আবার অনেকে এমন প্রতিষ্ঠানে আবেদন করেছেন যেখানে আসন খালি ছিল না। ফলে আমরা অনেক আবেদন গ্রহণ করতে পারিনি।”

তিনি আরও জানান, শূন্য থাকা পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন