সর্বশেষ

সারাদেশ

বিধবার জমি দখলে চাঁদা দাবি, অভিযুক্ত জামায়াত নেতা ও ইউপি সদস্য

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় মোছাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখল করে কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা, ইউপি সদস্য ও একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত ৯৩ শতাংশ জমি তার ব্যক্তিগত মালিকানাধীন। দীর্ঘদিন ধরে পতিত থাকা ওই জমিতে সম্প্রতি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমগাছ লাগানো ও বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধার মুখে পড়েন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৪ আগস্ট গাছ লাগাতে গেলে জামায়াত নেতা ও সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান এবং স্থানীয় মো. আরটি হাসান গাছ উপড়ে ফেলেন ও বেড়া ভাঙচুর করেন। এ সময় জমি দখল থেকে বিরত থাকতে চাইলে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ‘ছাড়’ দিয়ে ১২ লাখ টাকায় দখলের অনুমতি দেওয়া হবে বলেও দাবি করেন অভিযুক্তরা।

অভিযোগ প্রসঙ্গে আবুল ফজল মুরাদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “জমিটি ৫৫ বছর আগে সড়ক ও জনপদ অধিদপ্তর অধিগ্রহণ করেছে। পরবর্তীতে মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নিলুফা ইয়াসমিন সেখানে গাছ লাগিয়ে ব্যক্তিগত দাবি তোলায় আমরা শুধু বাধা দিয়েছি।” চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য ও আরটি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। দুই পক্ষের দাবি যাচাইয়ের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরকে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী জানান, জমির মালিকানা যাচাই-বাছাইয়ের জন্য তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন