সর্বশেষ

আন্তর্জাতিক

বিপজ্জনক রূপে হ্যারিকেন অ্যারিন, ঘণ্টায় ২৬০ কিমি বেগে ধেয়ে আসছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দ্রুত শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৫ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হ্যারিকেন অ্যারিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, ঝড়টির স্থায়ী বাতাসের গতি পৌঁছেছে ঘণ্টায় ১৬০ মাইল বা প্রায় ২৬০ কিলোমিটারে।

এতে আরও শক্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, অ্যারিন এখন ক্যারিবীয় সাগরের ওপরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই ঝড়ের প্রভাবে সেখানে ৬ ইঞ্চি বা ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

এটি ২০২৫ সালের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত মার্কিন মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার শঙ্কা না থাকলেও, পূর্ব উপকূলজুড়ে সৃষ্টি করবে প্রাণঘাতী ঢেউ ও ‘রিপ কারেন্ট’। এ ধরনের স্রোত সৈকতের কাছাকাছি গঠিত হয়ে গভীর সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং সাঁতারুদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, “অ্যারিন বিস্ফোরকভাবে শক্তি অর্জন করেছে। মাত্র একদিনের ব্যবধানে বাতাসের গতি বেড়েছে ৬০ মাইল।” তিনি জানান, ঝড়টি এবার বাহামা পেরিয়ে উত্তর ক্যারোলিনার ‘আউটার ব্যাংকস’ এলাকায় পৌঁছাতে পারে।

এছাড়া প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস, সেন্ট জন এবং পুয়ের্তো রিকোর কয়েকটি বন্দরে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে মার্কিন ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) পূর্বাভাস দিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা দিতে পারে। সংস্থাটি জানায়, উচ্চ মাত্রার ঝড়—বিশেষ করে ক্যাটাগরি-৪ ও ৫—বর্তমানে আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন তৈরি হচ্ছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন