সর্বশেষ

আইন-আদালত

ডা. নিতাই হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তের বছর আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা: কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত: আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম।
যাবজ্জীবন: রফিকুল ইসলাম।
প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন জানান, মামলার বিচার দীর্ঘস্থায়ী হলেও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।

২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার সময় বাসায় ছিলেন তিনি ও তার বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী চট্টগ্রামে অবস্থান করছিলেন।

পরদিন বনানী থানায় নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তদন্তে উঠে আসে, চুরির সময় ধরা পড়ে যাওয়ায় তাকে খুন করা হয়। আসামিরা ঘর থেকে পাঁচ লাখ টাকা ও দুটি স্বর্ণের বালা নিয়ে যায়।

নিহতের গাড়িচালক কামরুল হাসান অরুণ এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ। অভিযুক্তদের বেশিরভাগই পেশাদার চোর হিসেবে চিহ্নিত। এদের মধ্যে পাঁচজন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামিও ছিলেন।

২০১৩ সালের জুলাইয়ে অভিযোগ গঠনের পর ২০১৪ সালের জানুয়ারিতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারক বদলের কারণে দীর্ঘ সময় পর অবশেষে রোববার এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন