পুত্রের নির্যাতন থেকে বাঁচতে অসহায় পিতার সংবাদ সম্মেলন

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় নিজের সন্তানের নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছেন এক অসহায় পিতা। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের মিনি মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মর্মান্তিক অভিযোগ করেন সদর উপজেলার ভোমরা এলাকার বাসিন্দা, মৃত শরফরাজ মোল্লার ছেলে শফিউল ইসলাম মোল্লা।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক। ১৭ বছর আগে শেষ সম্বল ১০ শতক জমি বিক্রি করে একমাত্র ছেলে হাসান (৪০)-কে বিদেশে পাঠান। আশা ছিল, ছেলে ফিরে এসে পরিবারকে স্বচ্ছলতা এনে দেবে। কিন্তু সে আশা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
“ছেলে নয়, এখন সে আমাদের যন্ত্রণা”
সংবাদ সম্মেলনে শফিউল ইসলাম অভিযোগ করেন, “বিদেশে বহু অর্থ উপার্জন করলেও হাসান সব কিছু করেছে নিজের স্ত্রীর নামে। আমাদের খোঁজ নেয়নি কখনও। দেশে ফিরে এসে স্ত্রীর পরামর্শে আমাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি সে আমার নিজের নামে থাকা জমি জোর করে লিখে নেওয়ার চেষ্টা করছে। আমি তা মানতে না চাওয়ায়, সে আমাকে নিয়মিত মারধর করছে। আমার অসুস্থ স্ত্রীকেও ছাড় দেয় না। এখন আমরা গবাদি পশুর গোয়ালঘরে বাস করছি, অথচ সে আমাদের জমিতে বিশাল ভবন নির্মাণ করেছে।”
থানায় অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনা
শফিউল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“হাসান আমাদের আর মানুষ মনে করে না। আমাদের খেতে দেয় না, মারধর করে। সে এখন সন্তানের পরিচয় হারিয়েছে। আমি তার অত্যাচার থেকে রক্ষা পেতে চাই।”
তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান।
১১৪ বার পড়া হয়েছে