তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার দুপুর ২টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সফরকালে দুই দেশের মধ্যে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, সফরের মূল কর্মসূচি অনুযায়ী ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, দুই দেশের পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে দ্রুত যাচাই-বাছাইয়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সফরকালে সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে।
বিডার চেয়ারম্যান কয়েকটি ব্যবসায়িক সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এছাড়া, মালয়েশিয়ায় পড়তে যাওয়া শিক্ষার্থীদের চাকরির সুযোগ এবং দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হবে।
সফর শেষে প্রধান উপদেষ্টা ১৪ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে