সর্বশেষ

জাতীয়

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলা বাতিল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে আলোকচিত্রী ও শিক্ষাবিদ শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতের এই আদেশের ফলে মামলাটি এখন থেকে বাতিল হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবীরা।

এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

জানা গেছে, ২০১৮ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে মন্তব্য করায় শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। এরপর একই বছরের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়, যার ফলে পুরনো আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শহিদুল আলম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৭ আগস্ট হাইকোর্ট মামলাটি অবৈধ ঘোষণা করে রায় দেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন