সর্বশেষ

রাজনীতি

জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে দ্রুত "জুলাই জাতীয় সনদ" প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকবে না।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতের সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সংসদেও প্রতিনিধিত্ব ছিল। কিন্তু বর্তমানে নির্বাচন উপযোগী পরিবেশ অনুপস্থিত, যা তৈরি করা সরকারের দায়িত্ব।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত হতে যাওয়া "জুলাই সনদ" একটি গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে এই সনদের আইনি ভিত্তি প্রদান অপরিহার্য—হোক তা অধ্যাদেশ, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (LFO), কিংবা গণভোটের মাধ্যমে।

তাহের বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক অভ্যুত্থান ও রাজনৈতিক রূপরেখাকে পরবর্তীতে আইনি বৈধতা দেওয়া হয়েছে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কে ১৯৭০-এর নির্বাচন, ৭৫ পরবর্তী সামরিক শাসনের বৈধতা, ১৯৯০-এর পর বিচারপতি সাহাবুদ্দিনের অধীনে নির্বাচন—এসব উদাহরণ আমাদের সামনে রয়েছে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের কিছু অংশ স্বৈরাচারী ধাঁচে কাজ করছে, যা গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনে ডা. তাহের আরও বলেন, “জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীদের মধ্যেও হতাশা বিরাজ করছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত জুলাই সনদের চূড়ান্ত রূপরেখা জাতির সামনে উপস্থাপন করে এর আইনি ভিত্তি নিশ্চিত করা হোক—যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন