২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নতুন ২৪ দফা ইশতেহার প্রকাশ করেছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির নেতা নাহিদ ইসলাম এই ইশতেহার উত্থাপন করেন।
নাহিদ বলেন, এক বছর আগে এই দিনে শহীদ মিনার থেকে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতের জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণা কোনও এক ব্যক্তি, দল বা সংগঠনের পক্ষ থেকে হয়নি। এটি ছিল বাংলাদেশের জনগণের, ছাত্র-জনতার ও শহীদ ভাই-বোনেদের পক্ষ থেকে একটি প্রেরণাদায়ক ঘোষণা।
তিনি উল্লেখ করেন, সেই সময় আমরা দায়-দরদে ভরা রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা দাবি করেছিলাম, সমাজে । আমাদের লক্ষ্য ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে স্বৈরশাসন আর কখনো ফিরে আসবে না।
নাহিদ আরও বলেন, জুলাইয়ের পদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে বলেছিলাম, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু এর অবশিষ্ট দমন-পীড়ন ও ব্যবস্থা পুরোপুরি নির্মূল হয়নি।
এরপর তিনি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক ২৪ দফা উপস্থাপন করেন। এই দফাগুলোর মধ্যে রয়েছে— নতুন সংবিধান ও দ্বিতীয় গণতান্ত্রিক রূপ, জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইনের সংস্কার, জনমুখী প্রশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জনবান্ধব আইনশৃংখলা বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকারের উন্নয়ন, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, শিক্ষানীতির মাধ্যমে জাতির গঠন, গবেষণা ও প্রযুক্তি বিপ্লব, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা ও অধিকার, মানবিক ও কল্যাণমুখী অর্থনীতি, তরুণদের জন্য কর্মসংস্থান, বাণিজ্য ও শিল্পের উন্নয়ন, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক-কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন ও পরিবহন পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা, প্রবাসী বাংলাদেশিদের অধিকার, দেশের পররাষ্ট্রনীতি, ও জাতীয় প্রতিরক্ষা।
সমাপ্তিতে নাহিদ বলেন, এক বছর আগে এই শহীদ মিনার থেকেই আমরা শপথ নিয়েছিলাম এই স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করব। আপনাদের সাহায্য ও অংশগ্রহণে আমরা সেই সংগ্রামে সফল হয়েছি। আজ আবারও এই স্থান থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি— আসুন, আমাদের সেকেন্ড রিপাবলিক গড়ার লক্ষ্যে এই ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে সব নাগরিকের স্বপ্ন সঠিক বাস্তবতায় পরিণত হবে।
১০৯ বার পড়া হয়েছে