ফ্লাইট এক্সপার্টে ৪ কোটি টাকার টিকিট জালিয়াতি, গ্রেপ্তার ৩ কর্মকর্তা

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উড়োজাহাজের টিকিট বুকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট–এর বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) ঢাকার মতিঝিল থানায় এজাহারটি দায়ের করেন বিপুল সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস–এর মালিক বিপুল সরকার। অভিযোগে বলা হয়, ফ্লাইট এক্সপার্ট অগ্রিম টাকা নিয়ে টিকিট সরবরাহ না করে প্রতারণা করেছে।
গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তা হলেন:
সাকিব হোসেন – হেড অব ফিন্যান্স
একেএম সাদাত হোসেন – চিফ অপারেটিং অফিসার
সাঈদ আহমেদ – চিফ কমার্শিয়াল অফিসার
মামলার বাকি দুই আসামি হলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং তার বাবা এম এ রাশিদ, যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, মোট ১৭টি ট্রাভেল এজেন্সি প্রতারিত হয়েছে এবং ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি ৭৭ লাখ টাকা।
শনিবার সন্ধ্যা থেকেই ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই সব কার্যক্রম বন্ধ করে দেয়, যার ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় যোগাযোগ করেন।
১০৭ বার পড়া হয়েছে