"জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো"—স্লোগানে প্রচারণায় রাজা

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
"জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো”—এই স্লোগানকে সামনে রেখে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা চাটমোহরের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি চাটমোহর পৌরসভার বিভিন্ন সড়কে ঘুরে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। তার দাবি, পাবনা-৩ আসনে এবার চাটমোহর থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়া উচিত।
প্রচারণাকালে হাসানুল ইসলাম রাজা বলেন, “চাটমোহর দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনে অবহেলিত। বারবার বাইরের লোকজনকে এমপি বানিয়ে এলাকাকে শোষণ করা হয়েছে। তারা কখনও জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যার ফল ভোগ করছে চাটমোহরের সাধারণ মানুষ। উন্নয়নের ছোঁয়া থেকে আমরা পিছিয়ে আছি।”
তিনি আরও বলেন, “এবার আর কোনো বহিরাগত প্রার্থী নয়। চাটমোহরের একজন যোগ্য প্রতিনিধি চাই। যারা ব্যক্তিস্বার্থে বহিরাগতদের নিয়ে রাজনীতি করছেন, তাদের চাটমোহরের মাটি থেকে জনগণই উৎখাত করবে।”
রাজা স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চাটমোহরের স্বার্থ রক্ষায় সবাইকে জেগে উঠতে হবে এবং এক কণ্ঠে আওয়াজ তুলতে হবে—আমাদের প্রতিনিধি চাই, বাইরের কেউ নয়।”
এ সময় রাজার সঙ্গে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, এবং ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
১১৫ বার পড়া হয়েছে