আন্তর্জাতিক

ইমরান খানের দল পিটিআইয়ের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে সেনাবিরোধী সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১০৮ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে হাজার হাজার সমর্থক রাজপথে নেমে আসে এবং বিভিন্ন সামরিক স্থাপনা ও সরকারি ভবনে হামলা চালায়। সেই সহিংসতায় প্রাণ হারায় অন্তত ১০ জন। ঘটনার পর থেকে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক ধরপাকড় ও দমনপীড়ন।

 

বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ রায়ে পিটিআইর প্রভাবশালী নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ছাড়াও আরও ছয়জন সংসদ সদস্যকে তাদের আসন থেকে অযোগ্য ঘোষণা করেছে আদালত। বিশ্লেষকদের মতে, এই রায় বিরোধী জোটের ওপর বড় ধাক্কা।

 

আদালতের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের বিচার ব্যবস্থার ইতিহাসে এত বড় লজ্জাজনক অধ্যায় আর নেই। বিরোধী দলের নেতাদের শুধু রাজনৈতিক অবস্থান ও জনগণের অধিকার রক্ষার জন্যই শাস্তি দেওয়া হলো।”

 

পিটিআই জানায়, তারা এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে এবং ন্যায়বিচারের জন্য সকল সংবিধানসম্মত পথ অনুসরণ করবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন