ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত ফিনল্যান্ড

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ন্যাটোভুক্ত দেশ ফিনল্যান্ড।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, সরকার যদি আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, তাহলে তিনি সেটি অনুমোদন দিতে প্রস্তুত রয়েছেন। ফিনল্যান্ডের সাম্প্রতিক অবস্থান এ বিষয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ফিনিশ সংবাদ সংস্থা এসটিটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টাব বলেন, "পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন সময় এসেছে ফিনল্যান্ডের এ বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার।"
সংবিধান অনুযায়ী, কোনো দেশকে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। তবে এর আগে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে হয়। প্রেসিডেন্ট স্টাব জানিয়েছেন, তিনি কোনো শর্ত ছাড়াই এমন একটি প্রস্তাব পেলে তা গ্রহণে প্রস্তুত আছেন।
ফিনল্যান্ড ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই ফিলিস্তিন স্বীকৃতি প্রশ্নে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে দেশটির রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মতবিরোধ রয়েছে। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও দ্য ফিনস পার্টি—এই দুই দল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছে।
এই প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে ফিনিশ সরকারের সিদ্ধান্তের ওপর।
১১৯ বার পড়া হয়েছে