জাতীয়
রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা, ৫ জন আটক

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রওশন আরা কালুনগর বেড়িবাঁধ এলাকায় স্বামী আমজাদ হোসেনের সঙ্গে বসবাস করতেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্ব থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর