নদীবন্দর সচল হলে বাণিজ্যে আসবে গতি: নৌপরিবহন উপদেষ্টা

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নৌপথ উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, নদীবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো গেলে দেশের আঞ্চলিক বাণিজ্যে নতুন গতি আসবে।
শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর এবং পোর্ট অব প্রটোকল পরিদর্শন শেষে পদ্মা নদীর তীরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, “নদীবন্দরের কার্যক্রম শুরুর জন্য এনবিআরের অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং মানসম্পন্ন সড়ক যোগাযোগ অপরিহার্য। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থা যুক্ত রয়েছে। সবার সমন্বিত সহযোগিতা পাওয়া গেলে অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দর চালু করা সম্ভব হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
এর আগে উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়ের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নদীবন্দরটি দ্রুত চালুর জন্য স্থানীয়দের অংশগ্রহণ ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু পরিবহন নয়, স্থানীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।”
১১৯ বার পড়া হয়েছে