খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ১৫ ওভারে সহজ জয় বাংলাদেশের 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের হতাশা ভুলে পরদিনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে জুনিয়র টাইগাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এখনও কোনো ম্যাচ জিততে না পারা জিম্বাবুয়ে আছে তলানিতে।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের বোলাররা। ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন এবং বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার একপ্রান্তে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ ব্যাটারদের বেকায়দায় ফেলেন।

জিম্বাবুয়ের একমাত্র দুই ব্যাটার যারা কিছুটা লড়াই করার চেষ্টা করেন তারা হলেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা (২৬) এবং ব্রেন্ডন এন্ডিউনি (২০)। কিন্তু ১ উইকেটে ৩৩ রান থেকে দলটি ধসে পড়ে, বাকি ৯ উইকেট হারায় মাত্র ৫৬ রানের ব্যবধানে। ২২.৩ ওভারে ৮৯ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

ইমন ৪ উইকেট তুলে নেন ২৭ রান খরচায়। সঞ্জিত ২৬ রানে ২টি এবং স্বাধীন ইসলাম ১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই রিফাত বাগ ফিরলে শুরুটা একটু নড়বড়ে হয়। এরপর কালাম সিদ্দিকী করেন ২০ রান। তবে আজিজুল হাকিম তামিম এবং রিজান হোসেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সহজেই।

তামিম ৪৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। রিজান হোসেন ২৬ বলে ২১ রানে অপরাজিত থেকে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন।

১৫.১ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন