জাতীয়

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৭৮

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) সর্বাধিক ৭২ জন, ঢাকা মহানগরে ৬৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৩৫ জন করে, খুলনায় ১৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি রোগী।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৮৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পায়। জনসাধারণকে মশার বিস্তার রোধে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন