একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি সংক্রান্ত ব্যয় কলেজভেদে ভিন্ন হতে পারে—সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ফি’র মধ্যে ভর্তি ও সেশন ফি ছাড়াও বোর্ড রেজিস্ট্রেশন, রেড ক্রিসেন্ট, ক্রীড়া ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে।
নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরের নন-এমপিও ইংরেজি ভার্সনের কলেজগুলো সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিতে পারবে, অন্যদিকে উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত বাংলা ভার্সনের কলেজগুলোতে সর্বনিম্ন ১ হাজার টাকায় ভর্তি সম্ভব।
অতিরিক্ত ফি নেওয়া যাবে না এবং অবশ্যই রশিদের মাধ্যমে ফি আদায় করতে হবে।
যেসব শিক্ষার্থী ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবে। বিদেশি বোর্ডের ফলাফলের ভিত্তিতেও ভর্তি হতে পারবে, তবে সে ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে।
মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীন দপ্তরের কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
কোনো কোটায় প্রার্থী না পাওয়া গেলে সেসব আসন মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে।
সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে। নম্বরও সমান হলে বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি; আর মানবিক ও ব্যবসায় বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর বিবেচনায় নেওয়া হবে।
নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগে অগ্রাধিকার পাবে। বিভাগভিত্তিক আসন পূরণের পর বাইরের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া যাবে।
কোনো কলেজ অনুমোদনহীন ক্যাম্পাস বা অননুমোদিত বিষয়ে ভর্তি কার্যক্রম চালালে সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজ হলেও নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এসএসসি ও সমমানের ফল প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন, মেধা তালিকা প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরুর কার্যক্রম শেষ করতে হবে। প্রতিটি কলেজকে তাদের নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ছাড়পত্র ও ভর্তির তথ্য ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।
২৩৭ বার পড়া হয়েছে