জাতীয়

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রস্তরের বৈঠক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে নিউইয়র্কে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্র কর্মকর্তারা।

সোমবার (২৮ জুলাই) জাতিসংঘে আয়োজিত দ্বি-রাষ্ট্র সমাধানবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সুযোগে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একত্রে বসেন।

পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর বরাত দিয়ে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরের পর থেকে এটি ছিল দুই দেশের মধ্যে চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক, যা দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের পর এক নতুন কূটনৈতিক আবহের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা করা হয়েছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে দুই পক্ষই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। শিগগিরই উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন তারা।

এর আগে, গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির ঢাকা সফর এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় দুই দেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে উপনীত হয়। এই চুক্তিকে দ্বিপক্ষীয় আস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমের মতে, গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে একটি ইতিবাচক মোড় এসেছে। দক্ষিণ এশিয়ার দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে গড়ে উঠছে আরও বাস্তবমুখী ও ভবিষ্যতমুখী সহযোগিতার পরিবেশ।

এদিকে নিউইয়র্ক সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা জানিয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে টেকসই ও অর্থবহ সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন