বান্দরবানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা: শিক্ষার্থীদের সৃজনশীলতা

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “সেরা সুন্দর হাতের লেখা” প্রতিযোগিতা।
আজ সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে সূর্যমুখী আয়োজনের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। হাতের লেখা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শৈল্পিক দক্ষতা বিকাশই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যমুখী আয়োজনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান। সভাপতিত্ব করেন সহ-সভাপতি কমলা সারকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক আকিবুল ইসলাম, শিশু বিষয়ক পরিচালক মোহাম্মদ শাহরিয়ার রহমান অভি এবং সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, সুন্দর হাতের লেখার এই উদ্যোগকে জেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ লাভ করে। অতিথিরা সূর্যমুখী আয়োজনের এমন সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
২৫৯ বার পড়া হয়েছে