সারাদেশ

শৈলকুপায় ডাকাত সন্দেহে তিনজন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লা মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৬), আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ (২১) এবং মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী মোল্লা (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখড়া গ্রামের মৃত হোসেন মণ্ডলের ছেলে জিয়া মণ্ডলের সঙ্গে সাইফুল ইসলামের পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। সম্প্রতি শেখড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনার জেরে সাইফুল ও আরও কয়েকজন জিয়া মণ্ডলের বাড়িতে গিয়ে গোলযোগের চেষ্টা করে। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা সাইফুলসহ অন্যদের আটক করেন।

একপর্যায়ে স্থানীয়রা সাইফুলকে মারধর করলে তার একটি হাত ও দুইটি পা ভেঙে যায়। পরে জিয়া মণ্ডলের বাড়ির পাশে রাস্তার ওপর দুটি পিস্তল ও দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা শৈলকুপা আর্মি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুইটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে। পরে তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গুরুতর আহত সাইফুল ইসলাম পাভেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন