রাজনীতি

বিচার সংস্কার ও নতুন বাংলাদেশের শপথ নিয়েছি: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিচার ব্যবস্থার সংস্কার ও একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নেমেছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিয়েছি—এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, মর্যাদাবান ও ন্যায্য রাষ্ট্র।”

 

শুক্রবার (২৫ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, “শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম তুরাবসহ ১৭ জনেরও বেশি মানুষের রক্তে রাঙানো এই সিলেট আজ আমাদের আন্দোলনের ঘাঁটি। শুধু একটি জেলা নয়—সিলেট হচ্ছে সংস্কৃতি, ইতিহাস ও মুক্তিসংগ্রামের প্রেরণার জায়গা।”

 

তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান—সবসময়ই সিলেট ছিল অগ্রভাগে। ১৯৪৭ সালে দেশবিভাজনের সময় মাওলানা ভাসানীর ডাকে সাড়া দিয়ে সিলেটবাসী পূর্ববঙ্গের পক্ষে রায় দিলেও করিমগঞ্জ আজও অসমের অংশ হয়ে আছে—যা এক প্রকার ঐতিহাসিক বঞ্চনা।

 

সিলেট অঞ্চলের গ্যাস, পাথর ও খনিজ সম্পদ দেশব্যাপী ব্যবহৃত হলেও এই অঞ্চলের মানুষ বছরের পর বছর উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলেও দাবি করেন তিনি।

 

প্রবাসে অবস্থানরত সিলেটিদের অবদানের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “লন্ডনসহ নানা দেশে যারা দেশের প্রতিনিধি হয়ে কাজ করছেন, তাদের ঘামে-রেমিট্যান্সেই আজকের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাদের ভোটাধিকার ও নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

 

তিনি জানান, বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি জুলাই চেতনাধারীদের সেখানে অংশগ্রহণের আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন