মন খারাপের গল্প

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিজেকে একলা করতে ইচ্ছে করে,যেখানে কেউ পাশে থেকেও অনেক দুরে,তাকে আর কাছে ডাকতে ইচ্ছে করে না,
এই দূরত্বকে এখন সত্যিকারের দূরত্বে পরিণত করতে ইচ্ছে করে॥
মিথ্যে মায়ার জালে আটকে পরা এই আমিটা,
যেনো মুক্ত আকাশ খুঁজে বেড়াচ্ছি,
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই
দম বন্ধ হয়ে আসছে...
চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে যেয়ে
অক্সিজেন নিতে চাই ,
সব কিছুই এখন মিথ্যে মনে হয়।
মনে হয় নিজেকে যদি কম্পিউটারের মতো রিস্টার্ট দিতে পারতাম,
তাহলে আর দ্বিতীয়বার ভুল করতাম না
সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরে কোথাও এক টুকরো শূন্যতা ঘুরে বেড়াচ্ছে।
কেউ বুঝে না, কেউ বোঝে না…
শুধু নিরবতা যেন সঙ্গী হয়ে থাকে সারাক্ষণ।
আমার সঙ্গী এখন শুধুই একাকিত্ব ॥
মাঝেমধ্যে খুব ইচ্ছে করে সব ফেলে দূরে কোথাও হারিয়ে যাই…
যেখানে কেউ কিছু জিজ্ঞেস করবে না,
যেখানে শুধু নিজের সঙ্গে একটু সময় কাটাতে পারব!
এখন সব কিছুই দুমরে মুচরে ভেঙে ফেলতে ইচ্ছে করে॥
সব নিয়ম ভেঙে মুক্ত ডানা মেলে আকাশে উড়ে বেড়াতে ইচ্ছে করে।
১৭৭ বার পড়া হয়েছে