প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, হুঁশিয়ারি মমতার

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন, যদি প্রয়োজন হয় তবে আবার ভাষা আন্দোলন শুরু হবে। তিনি বলেন, মাতৃভাষা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য এবং এ জন্য জোরদার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে উত্তম কুমার স্মরণে এক অনুষ্ঠানে ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এ অনুষ্ঠানে মমতা বলেন, “উত্তম কুমার আমাদের দেশের গর্ব, সংস্কৃতি ও জাতির অহংকার। প্রতি বছর এই দিনটি আমাদের তাকে স্মরণ করার দিন।”
তিনি আরও বলেন, “ভাষা, সভ্যতা ও সংস্কৃতি হলো দেশের মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম ‘মা’ বলতে শেখে, তেমনি আমাদেরও মাতৃভাষায় কথা বলা জরুরি। কিন্তু আজ বাংলাভাষায় কথা বলার জন্য অত্যাচার ও ভাষা-সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ভাষা আন্দোলনের প্রয়োজন।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি, যা পৃথিবীর পাঁচটি বৃহত্তম ভাষার মধ্যে একটি। এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাভাষী। তিনি অভিযোগ করেন, বাংলায় কথা বললেই জেলে যেতে হচ্ছে বা দেশান্তরী হতে হচ্ছে, যা এক অমানবিক পরিস্থিতি।
তিনি বাংলা ভাষার গুণকীর্তন করে বলেন, “বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও নজরুলের জন্মভূমি। এখান থেকেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের গর্ব, যার জন্য এ ভাষাকে সম্মান দিতে হবে।”
মমতা বলেন, “বাংলায় একের পর এক উন্নয়ন হচ্ছে, কিন্তু কিছু অপশক্তি এ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বঞ্চনার রাজনীতি চালাচ্ছে। বাংলার মাটিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত রাখতে হবে। বাংলার মানুষকে যদি বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতার করা হয়, তবে এই লড়াই দিল্লিতে হবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন শুরু হবে।”
উল্লেখ্য, বাংলার ভাষা ও সংস্কৃতির প্রতি এ ধরনের হুঁশিয়ারি ও প্রত্যয় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যা দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে।
১৩৯ বার পড়া হয়েছে