জাতীয়

বিমান দুর্ঘটনায় নিহত নিধিসহ ৫ শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তিনদিন ধরে এক হাসপাতাল থেকে আরেকটিতে ছুটে বেড়িয়েছেন বাবা-মা ও স্বজনরা।

খুঁজে ফিরেছেন প্রিয় ছোট্ট নিধিকে—উত্তরার মাইলস্টোন স্কুলের কনিষ্ঠ শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, নিধি ফিরেছে তার পরিবারে। তবে এ প্রত্যাবর্তন কেউই এমনভাবে কল্পনা করেননি—নির্বাক, নিথর, আগুনে ঝলসানো নিধি ফিরেছে কাঠের কফিনে।

 

২২ জুলাই উত্তরার মাইলস্টোন কলেজের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের মরদেহ শনাক্তে কাজ করছিল সিআইডি। প্রোফাইল বিশ্লেষণের মাধ্যমে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকা সিএমএইচ মর্গ থেকে যথাযথ প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া ও সোনিয়ার দেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে। তিনদিনের অসহ্য অপেক্ষার পর সন্তানকে ফিরে পেলেন নিধির বাবা ফারুক হোসেন ও মা সালমা আক্তার—তবে একটি নিস্তব্ধ কফিনের ভেতর। চোখের জলে ভারী হয়ে ওঠে পরিবেশ, ভেঙে পড়ে পরিবার।

 

এদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্ধশতাধিক দগ্ধ শিশু। এর মধ্যে ৪৪ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতাল সূত্রে জানা যায়, অন্তত ছয়জনের অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। বৃহস্পতিবারই বার্ন ইউনিটে মারা যান মাহতাব রহমান ও মাহিয়া নামের আরও দুই শিক্ষার্থী।

 

আহতদের চিকিৎসা সহায়তায় ভারতে থাকা বিশেষজ্ঞদের একটি দল বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। পরদিন সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। একইসঙ্গে চীন থেকেও জরুরি চিকিৎসক দল আসার কথা রয়েছে বৃহস্পতিবার রাতেই।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন