মাইলস্টোন ট্র্যাজেডি: এনসিপির শোকমিছিল ও কালো পতাকা পদযাত্রা

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদ ও শোক প্রকাশে কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা নিয়ে শোক মিছিলের আয়োজন করেছে।
আজ ২৩ জুলাই বুধবার, চাঁদপুর ও কুমিল্লা জেলায় এই শোকমিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় এই কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেন। বার্তায় জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন শোক মিছিল আয়োজনের নির্দেশ দিয়েছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ভিডিও বার্তায় বলেন, “মাইলস্টোনে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনায় আমরা আমাদের ছোট ছোট ভাই-বোনদের হারিয়েছি। যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই শোককে শক্তিতে পরিণত করেই আমরা চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে পানি উন্নয়ন বোর্ডের সামনে সকাল ১১টায় শোক মিছিল শুরু করবো এবং পরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য দেবো।”
একইসঙ্গে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এক গভীর সংকটময় সময় পার করছি। মাইলস্টোনের দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। চাঁদপুরবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই শোক পালন করবো এবং হতাহতদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করবো।”
এদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৩ জুলাই নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মাইলস্টোনের ঘটনার কারণে তা স্থগিত করা হয়েছে।
এনসিপি নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই শোকাবহ মুহূর্তে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা এই ঘটনা নিয়েও রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”
১১৭ বার পড়া হয়েছে