সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২২ জুলাই) শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সন্ধ্যা ৬টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এই প্রতীক্ষিত লড়াই।
প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেওয়ার পর আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতেই মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করে আগেই ট্রফি নিশ্চিত করতে চায় দল।
এদিকে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, পাকিস্তানের বিপক্ষে এখনও দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজকের ম্যাচে তাই কেবল সিরিজ জয়ের নয়, নতুন ইতিহাস গড়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে।
সামগ্রিকভাবে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তানকে মাত্র তিনবার হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয় এসেছে ২০১৫ ও ২০১৬ সালে, মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। সর্বশেষ জয়টি এসেছে গত রোববার, এই শেরে বাংলাতেই।
তবে আজকের ম্যাচ শুধুই মাঠের লড়াই নয়—এর সঙ্গে যুক্ত হয়েছে শোকের আবহ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে দুই দলই আজ কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে, দর্শকরা অপেক্ষায়—টাইগাররা কি পারবে ইতিহাস গড়তে?
১২২ বার পড়া হয়েছে