তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের তিনটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত:
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়,
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েকটি স্থানে
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
১১৭ বার পড়া হয়েছে