বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তার ভাষ্যমতে, "দেশের সকল বেসরকারি হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।"
এছাড়াও, যদি কোনো কারণে বেসরকারি হাসপাতালে রোগীর চিকিৎসায় সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।
এই উদ্যোগ দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে সরকারের মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
১২৩ বার পড়া হয়েছে