জাতীয়

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: আজকের জন্য উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের (২১ জুলাই) উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে।

সোমবার রাতে (২১ জুলাই), ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, "ভবনের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। তাই আজকের উদ্ধার কার্যক্রম এখানেই শেষ করা হলো। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।"

তিনি আরও বলেন, "মাইলস্টোন কলেজ ক্যাম্পাস আপাতত সিলগালা করে রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না।"

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি একাই ছিলেন বিমানে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মঙ্গলবার (২২ জুলাই) থেকে সিআইডি, বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন