জাতীয়
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
উত্তরার বিমান বিধ্বস্ত: মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্টাফ রিপোর্টার
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শোক দিবস উপলক্ষে নিহত ও আহতদের আত্মার শান্তি কামনায় দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে, যা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর