জাতীয়

প্রধান উপদেষ্টার গভীর শোক, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) দুপুরে এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে হতাহতের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। এতে বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।”

তিনি বলেন, “জাতির জন্য এটি এক গভীর বেদনার মুহূর্ত। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করেছি।”

প্রধান উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, সোমবার সকালে দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি অংশে আঘাত হানে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য এখনও তদন্তাধীন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন