আন্তর্জাতিক

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু, বিশ্রামে থাকার নির্দেশ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে চিকিৎসকদের পরামর্শে তিনি আগামী তিন দিন নিজ বাসভবনে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

প্রধানমন্ত্রীর বয়স ৭৫ বছর। কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরে পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। বর্তমানে তিনি স্যালাইনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।

 

এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে নানা চিকিৎসাজনিত হস্তক্ষেপের ঘটনা রয়েছে। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানো হয়। পরে, ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়।

 

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এই অসুস্থতা নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ দেখা দিলেও, তার কার্যালয় আশ্বস্ত করেছে যে তিনি বিশ্রামের মধ্যেও সরকারি কাজ সচল রাখবেন।

 

সূত্র: রয়টার্ট

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন