সারাদেশ

খাগড়াছড়িতে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় বিষধর সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে, আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় রেকসনের পায়ে কালাচ প্রজাতির এক বিষধর সাপ কামড় দেয়। সাপে কাটার পর স্থানীয়ভাবে একজন ওঝার মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি ঘটলে রোববার সকালে শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, "শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সাপে কাটার পর সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া জরুরি। স্থানীয় চিকিৎসার ওপর নির্ভর করলে প্রাণহানি ঘটতে পারে।"

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন