সর্বশেষ

অর্থনীতি

দেশের ১২ লাখ জীবন বিমা বাতিল, হাজার কোটি টাকার দাবি বকেয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে ৩৫টি জীবন বিমা কোম্পানির মোট ৭০ লাখ ৮৬ হাজার পলিসির মধ্যে সাড়ে ১২ লাখ পলিসি বাতিল হয়েছে বলে জানা গেছে।

এসব পলিসি বাতিল হওয়ার প্রধান কারণ হচ্ছে সময়মতো প্রিমিয়াম না দেওয়ায় কোম্পানিগুলো পলিসি তামাদি ঘোষণা করেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাতিল হওয়া পলিসির সংখ্যা মোট পলিসির ১৭.৬৪ শতাংশ। এই বাতিল পলিসির বিপরীতে গ্রাহকদের দাবি থাকা সত্ত্বেও মাত্র ৮ হাজার ৫৯০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যেখানে দাবি ছিল ১২ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাৎ বিমা কোম্পানির কাছে প্রায় ৪ হাজার ৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে।

আইডিআরএ এর তথ্য অনুযায়ী, সোনালী লাইফ ইনস্যুরেন্সের মোট ২ লাখ ৮৫ হাজার ৩১১ পলিসির মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৬৬৮টি পলিসি বাতিল হয়েছে, যা কোম্পানির মোট পলিসির প্রায় ৮৩.৩৪ শতাংশ। এটি তামাদি পলিসির সংখ্যা সবচেয়ে বেশি।

তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, যেখানে ১০ লাখ ৯৩ হাজার ৭৯৭ পলিসির মধ্যে প্রায় ১ লাখ ৯৩ হাজার ৭৬৮টি পলিসি বাতিল হয়েছে। পপুলার লাইফ ইনস্যুরেন্সে বাতিল পলিসির সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯৭৯ এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ১ লাখ ৫০ হাজার ৮৪৫টি পলিসি তামাদি হয়েছে।

বিমাকারীরা পলিসি তামাদি হওয়ার কারণে মৃত্যুর পর বিমা থেকে আর্থিক সুবিধা না পাওয়ায় তাদের পরিবারগুলো ব্যাপক সমস্যায় পড়ছে।

আইডিআরএর এই প্রতিবেদনের মাধ্যমে দেশের জীবন বিমা শিল্পের এক বড় সমস্যা সামনে এসেছে, যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

৪০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন