রাজনীতি

প্রধান উপদেষ্টার সহমর্মিতায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার খোঁজ নিয়েছেন এবং প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন।

রোববার (২০ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে জামায়াত আমির লেখেন,

“সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। এজন্য আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁর এই সহমর্মিতা আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাঁকে উত্তম প্রতিদান দেন। আমীন।”
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ চলাকালে বক্তব্য দেয়ার সময় ডা. শফিকুর রহমান দুই দফায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয় এবং সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

তার অসুস্থতার খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমানের সুস্থতা খুবই জরুরি।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও হাসপাতালে গিয়ে আমিরের খোঁজখবর নেন। তিনি বলেন, "নির্বাচনের আগে সব রাজনৈতিক নেতাদের সুস্থতা কাম্য।"

তিন ঘণ্টার চিকিৎসা শেষে রাত ৯টার কিছু আগে হাসপাতাল থেকে ছাড়া পান জামায়াত আমির। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, অসুস্থতার কারণে মহাসমাবেশে নিজের বক্তব্য পূর্ণভাবে রাখতে না পারায় তিনি দুঃখিত। এসময় তিনি বলেন, “দেশে সঠিক পরিবর্তন আনতে হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।”

দেশ ও বিদেশ থেকে যারা তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন