জাতীয়

নির্বাচন নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করে বলেছেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।

নির্ধারিত সময় অনুযায়ী এবং সব দলের গ্রহণযোগ্য একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে ময়নামতি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, “যে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, ঠিক সে সময়েই হবে। নির্বাচন হবে একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও সুন্দর একটি নির্বাচনের দৃষ্টান্ত তৈরি হবে।”

পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে শফিকুল আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, “অন্যান্য দেশে এ ধরনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ২–৪ বছর লেগে যায়। অথচ আমাদের রাজনৈতিক দলগুলো আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এর ফলে আমরা স্বল্প সময়েই অনেক বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছি।” তিনি জানান, আগামী জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষে সব দল চুক্তিতে স্বাক্ষর করবে এবং এরপর থেকেই নির্বাচন প্রস্তুতি শুরু হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেসব অপরাধ সংগঠিত হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।” বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করতে আইনে সংশোধন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন