রাজনীতি

জামায়াতের সমাবেশ: সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রথম পর্ব শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাত দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।

সাংস্কৃতিক আয়োজনটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর এবং পরিচালনায় ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী।

দুপুরে মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অনেকে রাতেই রাজধানীতে পৌঁছে যান। সকাল হওয়ার আগেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের বাইরেও বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন, এমনকি পাশের রমনা পার্কেও কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বাস, লঞ্চ, ট্রেনসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঢাকায় এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতাকর্মীরা। অনেকে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে অংশ নেন।

জানা গেছে, কর্মীদের পরিবহনের জন্য প্রায় ১০ হাজার বাস ভাড়া করা হয়। এই বাসগুলো শুক্রবার রাত থেকে নির্দিষ্ট স্থানে পৌঁছায়, সেখান থেকে কর্মীরা হেঁটে সমাবেশস্থলে যান। এছাড়া ৩০টি লঞ্চে করে কর্মীরা সদরঘাটে আসেন এবং ট্রেনে যাতায়াতের জন্য জামায়াতকে চার জোড়া ট্রেন বরাদ্দ দেয় বাংলাদেশ রেলওয়ে।

সমাবেশ ব্যবস্থাপনায় প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ভোর থেকেই তারা আশপাশের এলাকাজুড়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশের শৃঙ্খলা রক্ষা করছেন।

এই জাতীয় সমাবেশে অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, তারা দলের সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। সেই সঙ্গে দলীয় নেতাদের দিকনির্দেশনা শোনাও তাদের উদ্দেশ্য।

জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে:
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সব গণহত্যার বিচার।
প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা।
এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন