ফেবু লিখন

কুমারখালী নবপ্রচেষ্টা সাহিত্য সংসদ

প্রথম লিটল ম্যাগাজিন 'গৌরী'র ৪৭ বছর পূর্তি

মীর মুর্ত্তজা আলী বাবু
মীর মুর্ত্তজা আলী বাবু

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
১৯৭৮ সনের এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষার পর তখন আমাদের প্রচন্ড অবসর। আমাদের কেউ, কেউ এই সময়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছে, কেউ বা বেরিয়ে পড়েছে রাজধানী ঢাকা শহর ঘুরে দেখতে, আর আমরা সিদ্ধান্ত নিলাম লিটল ম্যাগাজিন বের করার।

কলেজ সময়ে ভাঁজ পত্র বের করলেও এবারে ঠিক ঠিকই একটি সত্যিকারের লিটল ম্যাগাজিন বের করতে হবে। ম্যাগাজিনের নাম ঠিক হলো 'গৌরী'। আমাদের মধ্যে শিবনাথ কর্মকার তখন একটু আধটু আঁকিয়ে, তাকে দায়িত্ব দেয়া হলো প্রচ্ছদ করার, পরদিন সকালেই কাগজে গৌরী লিখে এনে হাজির। একটু এদিক ওদিক করে প্রচ্ছদ চূড়ান্ত করা হলো, ততোদিনে লেখাও সংগ্রহ করা হয়ে গেছে।

 এবারে আর এমএন প্রেসে নয়, কুষ্টিয়া শহরের অভিজাত প্রেস 'সুলভ প্রেসে' বারী ভাইয়ের কাছে ছুটলাম। তখন ট্রেন ছাড়া যাতায়াতের কোন ব্যবস্থা ছিলো না। চুননু আর আমি সকালের ট্রেনে প্রেসে গিয়ে বসতাম আর ফিরতাম রাতের ট্রেনে। দুপুরে কখনো রক্সি গলির নিয়ামত ভাইয়ের হোটেলে অথবা কাজ শেষে কোর্ট স্টেশন সংলগ্ন শফি ভাইয়ের হোটেলে। প্রেসে বসে বারী ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম প্রচ্ছদ রঙিন করতে হবে। সেদিন আমাদের দুজনের সঙ্গে শিবনাথও উপস্থিত ছিলো। সুলভ প্রেসেই অনুস্বর পত্রিকার একটা ব্লক ছিলো, বারী ভাই বের করে বললেন, এটা ব্যবহার করতে পারো, প্রস্তাবটা আমাদের মনে ধরলো। সে'টি ব্যবহার করেই আমরা প্রচ্ছদ ফাইনাল করে লিটল ম্যাগাজিন 'গৌরী'র প্রথম সংখ্যা অর্থাৎ বর্ষা সংখ্যা প্রকাশ করলাম জুলাই, ১৯৭৮ সনে। আজ থেকে ৪৭ বছর আগে।

সূচী অনুযায়ী বর্ষা সংখ্যায় লিখেছেন : অধ্যাপক জেড ভি দেওয়ান, জাহাঙ্গীর আলম, সামসুর রহমান, ফিরোজা সুলতানা সাহারা, শিবনাথ কর্মকার, অশোক কুমার সাহা, আঃ শঃ মঃ সরোয়ার, মীর মুর্ত্তজা আলী বাবু, জহিরুল আজাদ, বাবলু জোয়ার্দার, কাজী আখতার হোসেন, আনোয়ার ফারুক, খো: আমিমূল এহসান ফারুক, অধ্যাপক শচীন্দ্র মোহন রায়, ফাতেমা খাতুন, মোঃ আয়ুব হোসেন খান, আঃ শঃ মঃ শমসের, কেএম আলম টমে, নাজিমুদ্দিন খান, মোঃ শাহ আলম চুননু, হাসিনা বানু রুবী, মোঃ শহিদুল ইসলাম ও সুকুমার চন্দ্র দাস।

 

মীর মুর্ত্তজা আলী বাবু ও শাহ আলম চুননু সম্পাদিত ৩২ পৃষ্ঠার গৌরী'র বর্ষা সংখ্যার দাম রাখা হয়েছিলো দুই টাকা। এ'টি প্রকাশের পর কুমারখালী সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলো। আমরা গৌরী'র প্রকাশনা উপলক্ষে কুমারখালী পাবলিক লাইব্রেরির রিডিং রুমে (তখন কোন হল রুম বা অনুষ্ঠান করার মতো পৃথক কোন রুম ছিলো না) পত্রিকার পাঠ উন্মোচন অনুষ্ঠান করেছিলাম। মনে আছে, সে অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আব্দুর রশীদ চৌধুরী এসেছিলেন আমাদের আহবানে সাড়া দিয়ে আমাদের কে উৎসাহিত করতে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন