জাতীয়

জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাহকদের জন্য ১ জিবি ইন্টারনেট ফ্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত বছরের ১৮ জুলাই সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি উপলক্ষে এবার দেশের মোবাইল ব্যবহারকারীরা পাচ্ছেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, এই ডাটার মেয়াদ থাকবে ৫ দিন এবং এটি ১৮ জুলাই মধ্যরাত থেকেই চালু করেছে মোবাইল অপারেটররা।

২০২৪ সালে এই দিনে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। মোবাইল ইন্টারনেট ১০ দিন এবং ব্রডব্যান্ড সংযোগ ৫ দিন বন্ধ থাকায় প্রযুক্তি ও ই-কমার্স খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

এই ঘটনার স্মরণে এবং ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে বার্তা দিতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বিটিআরসি। তাদের নির্দেশনায় দেশের ১১ কোটির বেশি মোবাইল গ্রাহককে দেওয়া হচ্ছে ফ্রি ১ জিবি ডাটা, যা একবারই ব্যবহারযোগ্য এবং ৫ দিনের মধ্যে শেষ করতে হবে।

ফ্রি ডাটা পেতে নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে:

গ্রামীণফোন: ১২১১৮০৭#

রবি: ৪১৮০৭#

বাংলালিংক: ১২১১৮০৭#

টেলিটক: ১১১১৮০৭#

গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তানভীর মোহাম্মদ জানান, গ্রাহকদের এসএমএসের মাধ্যমে অফারটি সম্পর্কে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এমন সিদ্ধান্তগুলো বাস্তবায়নের আগে মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা করা উচিত, যাতে সেবায় কোনো অসুবিধা না হয়।

ফ্রি ইন্টারনেট ডাটায় কর আরোপ হবে কি না, সে বিষয়ে সরকারের সঙ্গে মোবাইল অপারেটরদের আলোচনা চলছে বলেও জানা গেছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন