এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৬ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে তিন ধাপে মোট বরখাস্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
তৃতীয় দফায় বরখাস্ত হওয়া ব্যক্তিরা:
লোকমান হোসেন – কর পরিদর্শক, কর অঞ্চল-২
নাজমুল হাসান – কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
আব্দুল্লাহ আল মামুন – কর পরিদর্শক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
ছালেহা খাতুন সাথি – সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা
রৌশনারা আক্তার – সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)
সালেক খান – সিপাই, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)
বি এম সবুজ – প্রধান সহকারী (নাজির), কর অঞ্চল-১৪, ঢাকা
এর আগের দুই ধাপে বরখাস্ত হন:
প্রথম দফা (১৫ জুলাই):
৮ জন সিনিয়র কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন যুগ্ম ও উপ-কর কমিশনার পর্যায়ের কর্মকর্তারা।
দ্বিতীয় দফা:
৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে অতিরিক্ত কমিশনার, রাজস্ব কর্মকর্তা, উপপরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন।
এনবিআর বলছে, বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছেঁড়া ছিল একপ্রকার ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’, যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে