সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদির জরুরি অস্ত্রোপচারের অনুমতি পরিবারের
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
সিরাজগঞ্জে বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
এনায়েতপুরে জামিয়াতুল হাসানাইন'র দুই দিনব্যাপী মহাসমাবেশ শুরু শুক্রবার
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

বড় দলের 'অফার' পেয়েও নিরপেক্ষ থাকতে চান সাঈদের বাবা

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন শহীদ আবু সাঈদের পরিবার।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে বুক চিতিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানিয়েছেন—জামায়াত ও বিএনপি তাঁদের পরিবারের সদস্যদের নিজেদের দলে টানার চেষ্টা করেছে। কিন্তু তাঁরা এখনো নিরপেক্ষ অবস্থানেই থাকতে চান।

গত ২ জুলাই, রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামের মাটির ঘরের বারান্দায় বসে এই তথ্য গণমাধ্যমকে জানান মকবুল হোসেন। তিনি বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো তাঁকে ও তাঁর অন্য ছেলেদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাঁদের ইচ্ছা, শহীদের আদর্শকে সবার জন্য উন্মুক্ত রাখা।

মকবুল হোসেন বলেন, পরিবারের ছেলে শহীদ হয়েছেন দেশের জন্য। এখন তাঁরা চান না শহীদের নাম কোনো একটি দলের সঙ্গে জড়াক। তিনি বলেন, “সবাই ডাকে, কিন্তু আমরা যাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। শহীদ আবু সাঈদকে সবার করে রাখতে চাই।”

তবে তিনি স্বীকার করেছেন, বয়সের কারণে পরিবারের সব সিদ্ধান্ত এখন তাঁর ছেলে-মেয়েরাই নেয়। তিনি বলেন, “ওরা ঢাকায় থাকে, কী করবে জানি না।”

তিনি জানান, জামায়াত থেকে সরাসরি অফার এসেছে, বিএনপিও তাঁদের সঙ্গে থাকার কথা বলেছে। যদিও বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ এখনো কিছু বলেনি, তবে এনসিপি নেতাদের সঙ্গে তাঁর ছেলেদের যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।

গত ১ জুলাই, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ বেশ কয়েকজন নেতা শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। তাঁরা মকবুল হোসেনকে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ না বলে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।

এই সিদ্ধান্তে মকবুল হোসেন অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আবু সাঈদের নামেই দিবসটা থাকা উচিত।”

তিনি আরও বলেন, তাঁর ছেলেটি মেধাবী ছিল, কিন্তু গরিবের জন্য চাকরি পাওয়া আজও কঠিন। পাশের বাড়ির ছেলেও মাস্টার্স শেষ করেছে, কিন্তু বেকার। এই বাস্তবতায় ভীত হয়েই হয়তো আন্দোলনে নেমেছিল আবু সাঈদ।

তাঁর অভিযোগ, সরকার ঘোষণা দিয়েছিল ৩০ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়া হবে। কিন্তু এখনো তাঁরা কোনো টাকা বা সুবিধা পাননি। তিনি বলেন, “টিভিতে শুনেছি, ইউনূস সাহেবের সরকার ৩০ লাখ করে টাকা দেবে, কিন্তু আমরা এখনো কিছুই পাইনি।”

ছেলের মৃত্যু আজও তাঁকে তাড়া করে ফেরে। তিনি বলেন, আন্দোলনে ছেলেটা নামবে, তা আগে জানতেন না। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে দিশেহারা হয়ে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই জানলেন—ছেলেটা আর নেই।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন