হুমায়রার ল্যাপটপ-ফোনের ডেটা তদন্তে নতুন মোড় এনেছে

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের করাচিতে অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের মৃত্যুর রহস্যে নতুন আলোকপাত করছে তার ডিজিটাল ডিভাইস থেকে উদ্ধার হওয়া তথ্য।
পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোন, ট্যাবলেট ও ল্যাপটপের ডেটা বিশ্লেষণের মাধ্যমে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, হুমায়রার তিনটি মোবাইল, একটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, যেগুলোর পাসওয়ার্ড পাওয়া গেছে তার ব্যক্তিগত ডায়েরিতে। ডায়েরিটি তার মরদেহের পাশেই ছিল।
৮ জুলাই করাচির ডিফেন্স ফেইজ VI-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় হুমায়রার গলিত মৃতদেহ। আদালতের নির্দেশে বকেয়া ভাড়া সংক্রান্ত মামলায় একজন বেইলিফ ওই ফ্ল্যাটে গেলে মরদেহের সন্ধান পান। জানা গেছে, হুমাইরা সেখানে একা বসবাস করছিলেন প্রায় সাত বছর ধরে।
পুলিশ বলছে, ইতিমধ্যে দুইজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, এবং আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। হুমায়রার জিম প্রশিক্ষকসহ তার পরিচিতদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনাও রয়েছে, যাতে মৃত্যুর আগের দিনগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন এবং যোগাযোগের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, তার সামাজিক পরিসর সীমিত ছিল। তার মোবাইল কনটাক্ট লিস্ট ছিল অপেক্ষাকৃত ছোট, যা তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তার ইঙ্গিত দেয়।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত এবং রাসায়নিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিন্ধু পুলিশের দক্ষিণ অঞ্চলের ডিআইজি আসাদ রাজা জানিয়েছেন, হুমায়রার মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু ঘটেছে অন্তত ছয় মাস আগে। তিনি বলেন, “ফ্ল্যাটে থাকা খাবার ও পানীয়ের মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, আর মোবাইলে সর্বশেষ মেসেজ রয়েছে অক্টোবর ২০২৪-এর। এসব তথ্য বলছে, মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে মরদেহ ফ্ল্যাটেই পড়ে ছিল।”
টেলিভিশন রিয়্যালিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়ে হুমাইরা পরিচিতি পান। এরপর তিনি ‘জেলেবি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
উল্লেখযোগ্যভাবে, হুমায়রার মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে করাচির গুলশন-ই-ইকবাল এলাকার নিজ ফ্ল্যাট থেকে ৮৪ বছর বয়সী প্রবীণ অভিনেত্রী আয়েশা খানের মৃতদেহ উদ্ধার করা হয়। সেক্ষেত্রেও বিষয়টি সামনে আসে প্রতিবেশীদের দুর্গন্ধ টের পাওয়ার পর।
১১১ বার পড়া হয়েছে