মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনক্স কর্পোরেশনের নতুন পার্টনারশিপ

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ পোর্সেলিন ও বোন চায়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেবিলটপ ও গিফটওয়্যার ব্র্যান্ড লেনক্স কর্পোরেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপে যুক্ত হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় মুন্নু সিরামিক তাদের উচ্চমানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার লেনক্সের জন্য সরবরাহ করবে।
শুক্রবার ঢাকার ধানমন্ডি রোডের এইচ. আর. কে. লিগেসি, হাউস নং ০৯-১৬-এ অনুষ্ঠিত বোর্ড সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়, এই চুক্তির মাধ্যমে মুন্নু সিরামিক মার্কিন বাজারে লেনক্সের জন্য একচেটিয়া পণ্য সরবরাহ করবে এবং তাদের আধুনিক উৎপাদন ক্ষমতা ব্যবহার করে মার্কিন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করবে।
চুক্তির মূল বিষয়বস্তু অনুযায়ী, মুন্নু সিরামিক প্রতি মাসে ২০ লাখ টুকরা পণ্য উৎপাদন করবে, যা লেনক্সের সৌন্দর্য ও উদ্ভাবনমূলক মানের সঙ্গে খাপ খাবে। এতে করে, ব্র্যান্ডের জন্য নির্ভরযোগ্য ও খরচ-সাশ্রয়ী সরবরাহ ব্যবস্থা তৈরি হবে, পাশাপাশি বাংলাদেশের ‘মেড ইন বাংলাদেশ' পণ্যপ্রদর্শনের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, এই অংশীদারিত্বের ফলে মুন্নু সিরামিকের আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়বে, বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উন্নয়নের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির এই উদ্যোগের ফলে শেয়ারহোল্ডাররা দীর্ঘমেয়াদি মূল্যবান সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এই পার্টনারশিপের মাধ্যমে মুন্নু সিরামিক দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি, আন্তর্জাতিক মানের পণ্য তৈরি ও রপ্তানির মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করছে।
১৪৫ বার পড়া হয়েছে