সর্বশেষ

জাতীয়

এনবিআর আন্দোলন ছিল সরকার বিরোধী ষড়যন্ত্র : জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনকে সরকারবিরোধী রূপ দিতে একটি ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামে। কিন্তু পরবর্তীতে সেটিকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করার সুপরিকল্পিত চেষ্টা চলে।”

আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা এবং রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করা—এমন অভিযোগ করে উপদেষ্টা আরও জানান, এনবিআরের কাঠামোতে সংস্কার আনা হয়েছে। এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে—একটি রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ।

এই দুটি বিভাগে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, "এই অধ্যাদেশটি সংশোধন করা হবে। এই দুই বিভাগে প্রশাসন ক্যাডারের যেমন আধিপত্য থাকবে না, তেমনি শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য থাকবে না।

রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদ ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়ার জন্য আলাদা একটি নীতিমালার পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি। সচিব পদে ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হবে।"

তিনি বলেন, "এই অধ্যাদেশ নিয়ে আন্দোলনের সূত্রপাত হয়েছিল প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারের দ্বন্দ্বের কারণে। অধ্যাদেশটি হঠাৎ পরিবর্তন করা হলো।"

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশের অর্থনীতি এখনো প্রত্যাশিত জায়গায় না পৌঁছালেও তা এখন অনেক বেশি গতিশীল এবং আগের চেয়ে সুসংগঠিত।”

ফাওজুল কবির খান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বাণিজ্য আলোচনার চেয়েও ব্যাপক। শুধু শুল্ক নয়, সেখানে তারা (যুক্তরাষ্ট্র) নিজেদের জাতীয় নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে। অন্য দেশের সঙ্গে আপনি কীভাবে সম্পর্ক রাখছেন, সেটাও তারা দেখছে। এই নিয়ে একটি ফ্রেমওয়ার্ক করা হচ্ছে। সেটাও আলোচনার মধ্যে রয়েছে। শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা নিয়েও আলোচনা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন