দেশে নতুন করে যেন আর কোন স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলের আহবায়ক নাহিদ ইসলাম দেশকে নতুন করে কোনো স্বৈরশাসনের জন্ম দিতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার প্রত্যাশায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণরা দেশের জন্য মাঠে নেমেছিল। কিন্তু ৫৪ বছরের বাংলাদেশে এখনও ১৬ বছরের ফ্যাসিস্ট আমল আমরা দেখতে পেয়েছি। নতুন করে স্বৈরশাসনের জন্ম দেওয়া চলবে না।”
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, “বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মভূমি চিত্রাপাড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে অবহেলিত নড়াইলের উন্নয়ন চাই।”
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুলাহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, “ভোট চলছে দিনের মধ্যে, রাতে। পুলিশ ও সেনাবাহিনীকে স্বাক্ষী রেখে ভোট কেটে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারের অবস্থা আমরা জানি। যারা দেশের শাপলা প্রতীক আমাদের দেবে না, তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।”
অন্যান্য বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী ও মাহবুবা সুলতানা রিমি। পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং নড়াইল জেলা প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আঞ্চলিক বৈষম্য ও অবহেলা বন্ধ করে উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
১৩৭ বার পড়া হয়েছে